সার্জেন্ট জহুরুল হলের পূর্ণাঙ্গ কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলেই ছাত্রলীগের ২২১ নেতা!
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৮:০১ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২২, ০৮:৩৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৩৩ জন সহ-সভাপতি, ১৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক, ১৩ জন সাংগঠনিক সম্পাদক, ৩০ জন সম্পাদক, ৭২ জন উপ-সম্পাদক, ১৭ জন সহ-সম্পাদক এবং সদস্য করা হয়েছে ১৫ জনকে।
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হল কমিটিতে বিতর্কিতরা
পূর্নাঙ্গ কমিটিতে আল রাফি ভূঁইয়াকে ১নং সহ-সভাপতি, মো. রাব্বিকে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক, রনক আহমেদ শাওনকে ১নং সাংগঠনিক সম্পাদক, নাফি উল ফিদাহকে প্রচার সম্পাদক এবং সৈয়দ মাহিন আজমাইনকে দপ্তর সম্পাদকের পদ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি কামাল উদ্দিন রানাকে সভাপতি ও রুবেল হোসেনকে সাধারণ সম্পাদক করে সার্জেন্ট জহুরুল হল শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।