রাবিতে বেপরোয়া বাইক চলাচল: ৪ বাইক আটক, ১০ মামলা

রাবিতে বেপরোয়া বাইক চলাচল: ৪ বাইক আটক, ১০ মামলা
রাবিতে বেপরোয়া বাইক চলাচল: ৪ বাইক আটক, ১০ মামলা  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে বেপরোয়া গতিতে বাইক চলাচলের  অভিযোগে ১০ জনের নামে মামলা ও ৪টি বাইক আটক করা হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের তত্ত্বাবধানে পরিচালিত এক অভিযানে এসব মামলা দেন মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনেট। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম জানিয়েছে, ক্যাম্পাসে বিকেলে বেপরোয়া গতিতে বেশকিছু বহিরাগত বাইক চলাচল করছিল। কিন্তু হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন না মানায় ১০ জনের নামে মামলা এবং ৪টি বাইক আটক করা হয়েছে। এরা সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ডেনমার্কে

অভিযানের বিষয়ে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ইদানীং ক্যাম্পাসের অভ্যন্তরে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে। বহিরাগত অনেকে উদ্দেশ্যহীনভাবে ক্যাম্পাসে আসতে দেখা যাচ্ছে। তাছাড়া ক্যাম্পাসে বাইক দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সেজন্য সকলের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে।


সর্বশেষ সংবাদ