চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস বর্জন

 ক্লাস বর্জন চারুকলার শিক্ষার্থীদের
ক্লাস বর্জন চারুকলার শিক্ষার্থীদের  © সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদানসহ বিভিন্ন সমস্যার প্রতিবাদে ও অবকাঠামো উন্নয়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ক্লাস বর্জন করেছেন সব বর্ষের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে তৃতীয় বর্ষের পেইন্টিং-এর শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়লে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেন। 

তাদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের নিজস্ব বাস চালু, ডাইনিং ও ক্যান্টিন তৈরি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বেশিনের সুব্যবস্থা রাখা, পর্যাপ্ত ওয়াশরুম নির্মাণ, আর্ট ম্যাটারিয়ালসের ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাঠাগার সংস্কার, জেনারেটরের ব্যবস্থা, মেডিকেল ব্যাকআপ, খেলাধুলার পর্যাপ্ত ইনসট্রুমেন্টের ব্যবস্থা, মেয়েদের থাকার হলের ব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ নির্মূল, প্রতিটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক সংকট নিরসন, ছাত্র ও ছাত্রী মিলনায়তনের ব্যবস্থা, সেমিনারের পরিধি বাড়ানো, ইন্টারনেট সংযোগ নিশ্চিতকরন, ওজুখানা ও নামাজ পড়ার সুব্যবস্থা, সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রতিটি শিক্ষার্থীর জন্য লকারের ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ছাত্রদের হলের ব্যবস্থা।

মাস্টার্সের শিক্ষার্থী সায়েদ কবির জানান, আমাদের চারুকলা ইনস্টিটিউট বছরের পর বছর ধরে নানা সমস্যায় জর্জরিত। আমরা বিভিন্ন সময় কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের চারুকলা ইনস্টিটিউটটি শহরে অবস্থিত হওয়ায় তেমন কারও নজরেও পড়ছে না। তাই, আমরা আগামীকাল থেকে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, এর আগেও অনেকবার এ অভিযোগগুলো আমরা জানিয়েছি। কিন্তু কোনো সমাধান আসেনি। তাই, ক্লাস বর্জনের ডাক দিয়েছি। দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস বর্জন করব।

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী বলেন, শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল বিভিন্ন বিষয়ে। আমরা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। প্রশাসনের সঙ্গে কথা বলছি। এ ছাড়া আমরা কাল তাদের সঙ্গে কথা বলব। আশা করি সুন্দর সমাধান বেরিয়ে আসবে।


সর্বশেষ সংবাদ