কর্মকর্তা কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণে আহ্বায়ক কমিটি গঠন করল ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তা কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণে ৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কমিশনের ১৬৮ তম সভার আলোচ্য বিষয় ৩.৬ এর সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। এ সংক্রান্ত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে আহবায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবিব।

ইউজিসির সদস্য ছাড়াও কমিটিতে রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

আদেশে কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে-

১. গত ২৯ জানুয়ারি ২০২৫ হতে পদোন্নতি/পনেন্নয়নপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের ৩১ (একত্রিশ) জন কর্মকর্তার জ্যেষ্ঠতা কোন তারিখ থেকে নির্ধারণ/কার্যকর হবে তা নিরূপন করা;

২. কর্মকর্তাদের পদোন্নতি/পদোন্নয়ন বাস্তবায়িত হওয়ার ফলে অন্য কোনো কর্মকর্তার জ্যেষ্ঠতার (সিনিয়রিটি) ব্যত্যয় ঘটলে/পরিলক্ষিত হলে প্রচলিত নিয়ম/বিধি অনুযায়ী তা নিরসন করা;

৩. পদোন্নতি/পদোন্নয়ন প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ছাড়াও কমিশনের অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি/পদোন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার/ বঞ্চিত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা;

৪. এছাড়াও অতীতে যারা অন্যায়ভাবে দলীয়করণের মাধ্যমে অতিরিক্ত/অস্বাভাবিক সুবিধা/আনুকূল্য লাভ করেছেন তাদেরকেও চিহ্নিত করে যথাযথ মতামত/সুপারিশ প্রদান করা।

এছাড়াও অফিস আদেশে কমিটিকে কর্মপরিধি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ