কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করল ইউজিসি

ইউজিসি
ইউজিসি  © লোগো

সাম্প্রতিক বিভিন্ন ঘটনা এবং পদোন্নতির সংক্রান্ত জটিলতা ঘিরে এবার কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গত বুধবার (২৯ জানুয়ারি) কমিশনের সচিব ড. মোহাম্মদ ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় স্মারকে এ সতর্কতা জারি করে কমিশন।

কার্যালয় স্মারকে বলা হয়, কমিশনের অফিস শৃঙ্খলা, সুশাসন ও ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে কমিশন কর্তৃপক্ষ অত্যন্ত সচেতন। সে লক্ষ্যে গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত বিশেষ সভায় কমিশন কর্তৃপক্ষ কর্তৃক কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, কমিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে নেতিবাচক ধারণা বা আচরণ থেকে বিরত থাকতে হবে। অফিস শৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে। এছাড়াও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, আস্থা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার মনোভাব নিয়ে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনাসহ ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ যথাযথভাবে অনুসরণ করার জন্য কমিশনের সকল কর্মকর্তা কর্মচারীকে অনুরোধ জানানো হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর কমিশনে কর্মচারীদের হট্টগোল এবং সর্বশেষ গত ২৮ জানুয়ারি নিয়ম বহির্ভূত ২৮ কর্মকর্তাকে পদোন্নতির ঘটনাকে কেন্দ্র করে ফুল কমিশনের একদিন আগে কর্মকর্তাদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে এস ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সতর্কতার অংশ হিসেবে এই কার্যালয় স্মারক জারি করে কমিশন। 

তবে সম্প্রতি এসব ঘটনার বিষয়ে কথা বলতে চাইলে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ইউজিসির সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই৷ আগের ঘটনাকে কেন্দ্র করে যেসব পরিস্থিতি তৈরি হয়েছিল সেগুলো নিরসনে গুরুত্বের সাথে কাজ করছে কমিশন। বিশৃঙ্খল কোনো পরিস্থিতিকে কখনোই প্রশ্রয় দেবে না কমিশন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence