তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর বিষয়ে যা জানাল ইউজিসি

ইউজিসি ও তিতুমীর কলেজ
ইউজিসি ও তিতুমীর কলেজ  © লোগো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে কলেজটির শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বরাবর স্মারকলিপিও দিয়েছিলেন শিক্ষার্থীরা। সম্প্রতি সেটির জবাব দিয়েছে উচ্চশিক্ষার এই তদারক প্রতিষ্ঠানটি। 

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহামাদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে কমিশনের কাছে মতামত চেয়ে থাকে। তখন কমিশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে বা বিপক্ষে এবং কি ধরণের বিশ্ববিদ্যালয় হবে সে বিষয়ে মতামত দিয়ে থাকে। 

আরও বলা হয়েছে, কাজেই, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আপাতত করনীয় কিছু নেই।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে আন্দোলনকারী তিতুমীর কলেজ শিক্ষার্থী নায়েক নূর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছি। মন্ত্রণালয়েরে সিদ্ধান্তের ওপর আমাদের আন্দোলনের কর্মসূচি নির্ভর করবে। এটি আমাদের যৌক্তিক দাবি আশা করছি মন্ত্রণালয় এটি বিবেচনা করবে। 

এর আগে, গত বৃহস্পতিবার ( ২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর আমতলী মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। 


সর্বশেষ সংবাদ