শিশুদের আপত্তিকর ছবি তৈরির এআই অ্যাপ নিষিদ্ধের দাবি
- নিশাত তাসনিম জেসিকা
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
ইংল্যান্ডের শিশু কমিশনার ডেম র্যাচেল ডি সুজা সরকারের প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে শিশুদের যৌন স্পষ্ট ছবি তৈরি করা অ্যাপ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ দাবি জানান।
ডেম র্যাচেল ডি সুজা বলেন, বর্তমানে কিছু অ্যাপ বাস্তব মানুষের সাধারণ ছবি নিয়ে নগ্নরূপে উপস্থাপন করছে, যা শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সরকার এসব অ্যাপকে অনিয়ন্ত্রিতভাবে চলতে দিচ্ছে। যার ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে।
সরকারের একজন মুখপাত্র জানান, শিশু যৌন নির্যাতনের কনটেন্ট তৈরি, ভিডিও ধারণ বা শেয়ার করা, ইতোমধ্যে অবৈধ ঘোষণা করা হয়েছে। এআই প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত এই ধরনের কন্টেন্টের ওপর নতুন আইন সংযোগ করা হয়েছে।
ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশনের (IWF তথ্যমতে, ২০২৪ সালে এআই দ্বারা তৈরি শিশু যৌন নির্যাতনের ২৪৫টি ঘটনা শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৮০ শতাংশ বেশি।
ডেম র্যাচেল সরকারকে আহ্বান জানান, এআই ডেভেলপারদের ওপর আইনি দায়িত্ব চাপিয়ে তাদের তৈরি প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন ও তা কমাতে কার্যকর পদক্ষেপ নিতে। পাশাপাশি তিনি এমন একটি কার্যকর পদ্ধতি গড়ে তোলার প্রস্তাব দেন। যার মাধ্যমে শিশুদের যৌন স্পষ্ট ডিপফেক ছবি ইন্টারনেট থেকে সরানো সম্ভব হবে। এছাড়াও নারী ও মেয়েদের বিরুদ্ধে তৈরি করা ডিপফেক যৌন কনটেন্টকে সহিংসতার একটি রূপ হিসেবে স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান তিনি।
এদিকে অনলাইন নিরাপত্তা আইনের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অবৈধ কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বর্ধিত বয়স যাচাই ব্যবস্থা চালুর কথাও বলা হয়েছে। এসব শর্ত লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা করার বিধান রাখা হয়েছে।
ডেম র্যাচেল সদ্য প্রকাশিত অফকমের শিশু কোডের সমালোচনা করে বলেন, এই কোডে শিশুদের নিরাপত্তার চেয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসায়িক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। [সূত্র: বিবিসি]