নতুন ফিচার আনল ইউটিউব

  © সংগৃহীত

নতুন ফিচার আসছে ইউটিউবে। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য রেকমেন্ডেড ভিডিওস নামে নতুন ফিচার আনলো ইউটিউব। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই পছন্দের ভিডিও খুঁজে পাবেন। তবে এই ফিচার পাবেন ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা।

ইওর কিউ সেকশনে এই ফিচার রয়েছে। এই ফিচার চালুর মূল উদ্দেশ্য হলো প্রিমিয়াম সাবস্ক্রিপশন আরও আকর্ষণীয় করে তোলা, যাতে বেশি সংখ্যক ব্যবহারকারী প্রিমিয়াম প্ল্যান নেন। ইউটিউব অ্যালগরিদম এবার আরও উন্নত হয়ে ব্যবহারকারীর দেখা কনটেন্টের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে নতুন ভিডিও সাজেস্ট করবে। ফলে পছন্দের ভিডিও খোঁজার ঝামেলা থাকবে না।

ব্যবহারকারী আগে যে সব কনটেন্ট দেখেছেন, তার সঙ্গে সাদৃশ্য রয়েছে এমন ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সাজেস্ট করবে ইউটিউব। ফলে নতুন ভিডিও খুঁজতে গিয়ে সময় নষ্ট করতে হবে না। দেখা যাবে আরও মসৃণভাবে।

নতুন ফিচারটি সাধারণত ব্যবহারকারীর কিউতে থাকা ভিডিওগুলোর সঙ্গে তাদের ওয়াচলিস্টের সরাসরি মিল থাকে না। তবে এই নতুন ফিচার নিশ্চিত করবে যে, ব্যবহারকারীর দেখার অভ্যাস অনুযায়ী যাতে উপযুক্ত ভিডিও সাজেস্ট করা যায়।

কীভাবে এটি ব্যবহার করবেন ব্যবহারকারীরা

প্রথমে যে কোনো ভিডিও নির্বাচন করে “অ্যাড টু কিউ” অপশনে ক্লিক করতে হবে। এরপর ইউটিউব অ্যাপে খুলতে হবে ইওর কিউ। কিউতে থাকা ভিডিওগুলোর মাঝে ইউটিউবের সাজেস্ট করা নতুন ভিডিও দেখা যাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence