ওয়েবসাইটের তথ্য বিশ্বাসযোগ্য কি না, যেভাবে জানবেন

গুগল ক্রোম লোগো
গুগল ক্রোম লোগো  © সংগৃহীত

অফিসের বা ব্যক্তিগত কাজে প্রতিনিয়ত আমাদের নানা তথ্যর প্রয়োজন হয়। অনেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে থাকেন সেসব তথ্য। কিন্তু কখনো ভেবে দেখেন যে এসব তথ্য সত্য নাকি মিথ্যা? এবার তথ্য যাচাইয়ে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে নতুন ফিচার। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিভিন্ন ওয়েবসাইটে থাকা মিথ্যা বা ভুল তথ্যের কারণে অনেকে বিপদে পড়েন। এ সমস্যা সমাধানে ক্রোম ব্রাউজারে যুক্ত করা হচ্ছে ‘স্টোর রিভিউস’ নামক ফিচার; যার মাধ্যমে তথ্য যাচাইয়ে যুক্ত হবে এক নতুন মাত্রা।

‘স্টোর রিভিউস’-এ ফিচাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে আগে থেকেই বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যের সত্যতা যাচাই করে সংক্ষিপ্ত সারাংশ তৈরি করবে। এরপর ব্যবহারকারীরা সেই ওয়েবসাইটে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে তথ্যর সারাংশটি দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা সেই ওয়েবসাইটে থাকা তথ্যের গ্রহণযোগ্যতা সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে পারবেন।

তবে ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি পুরোদমে চালু হলে ক্রোম ব্রাউজারে একটি পপআপ প্যানেল দেখা যাবে। সেখানেই বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন তথ্য দেখা যাবে। ব্যবহারকারীরা সহজেই অনলাইন থেকে সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন।

এরই মধ্যে ক্রোম ব্রাউজারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও বেশ কয়েকটি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রাখার অভিযোগে মামলাও করেছে। অভিযোগ প্রমাণিত হলে গুগলকে ছয় মাসের মধ্যে ক্রোম ব্রাউজার বিক্রি দিতে হতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence