কারিগরি শিক্ষকদের এপ্রিলের বেতন কবে, জানাল অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৭ PM

দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কর্মরত শিক্ষকরা এপ্রিল মাসের বেতন আগামী সপ্তাহে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহেই পেয়ে যাবেন বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, ‘এপ্রিল মাসের বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শিক্ষকরা যেন নির্ধারিত সময়েই বেতন পান, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। আশা করছি, মে মাসের প্রথম সপ্তাহেই বেতন শিক্ষকরা বেতন পাবেন।’