সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন পরে গণমিছিল, বিক্ষোভ

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল  © টিডিসি

ছয় দফা দাবিতে আন্দোলনকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক করলেও সেই আলোচনায় সন্তুষ্ট নন তারা। এ অবস্থায় তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার অংশ হিসেবে ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লা পলিটেকনিকেলে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে সারাদেশের সব পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর সারা দেশে একযোগে পূর্বঘোষিত গণমিছিলে নামেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক ফলপ্রসূ হয়নি। সরকার চায় না বিষয়টি সমাধান হোক। যত দিন দাবি পূরণ না হবে, তত দিন আমরা রাজপথ ছাড়ব না।

জানা গেছে, জুমার নামাজের পর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। লতিফ হলের গেট থেকে শুরু হয়ে সাতরাস্তা প্রধান সড়ক ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভের সময় রাজধানীর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট: শুক্রবার বিকেল ৩টায় ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন। ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীদের সাথে বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরাও কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি ময়মনসিংহ মেডিকেল কলেজ পর্যন্ত গেলে পুলিশের বাধার মুখে পড়ে সড়কের তারা বিক্ষোভ করেন। ঢাকা-ময়মনসিংহ সড়কের চলাচলকারী যানবাহন আটকা পড়ে। আটকা পড়ে উত্তরবঙ্গে চলাচলকারী দূরপাল্লার গাড়িও।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট: জুমার নামাজের পরপরই ফেনী পলিটেকনিক জামে মসজিদের সামনে থেকে একটি গণমিছিল শুরু হয়। মিছিলটি ফেনী সদর হাসপাতাল মোড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই ২৪ শহীদ স্মৃতি চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ছয় দফা দাবি মানার জন্য নানা প্রতিবাদী স্লোগান দেন।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট: একই দাবিতে গণমিছিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় এলাকায় কাফন মিছিলে বিভিন্ন স্লোগান দেন তারা। স্লোগানে তারা বলেন, তারা ‘এক হও এক হও/পলিটেকনিক এক হও’, ‘মামা থেকে মাস্টার/ মামাবাড়ির আবদার’, ‘ষড়যন্ত্রের কালো হাত/ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘কুমিল্লায় হামলা কেন/প্রশাসন জবাব দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন। 

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট: কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কাফন মিছিল বের করেছেন শিক্ষার্থীরা। এসময় কুমিল্লা কোটবাড়ি অঞ্চল প্রদক্ষিণ করেন এবং কুমিল্লায় আহত শিক্ষার্থীদের মারধরের ঘটনায় প্রতিবাদ জানান। এসময় বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন এবং দ্রুত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের বাস্তবায়ন করার আহ্বান জানান। 

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট: ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ জুমার নামাজের পর প্রতিষ্ঠানের অডিটোরিয়াম রুমের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

ছয় দফা: শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠককে 'অকার্যকর' আখ্যা দিয়ে তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। 

শিক্ষার্থীদের এসব দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানার জন্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পরে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ