বোর্ড ফাইনাল পরীক্ষার ফরম পূরণ বর্জনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা
আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা  © ফাইল ছবি

ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির সিদ্ধান্ত বাতিলসহ ছয় দাবিতে বোর্ড ফাইনাল পরীক্ষার ফরম পূরণ বর্জনের ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে দেরি হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা।

তারা বলেন, ঈদের আনন্দে আমরা অস্তিত্বের সংকট ভুলে যায়নি। আজ ৫ এপ্রিল শনিবার সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিরা ভিডিও বার্তা প্রদানের মাধ্যমে কারিগরি শিক্ষার্থীদের অস্তিত্বের এই সংকটে এক হওযার আহ্বান জানাবে।

আরও বলেন, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক প্রধানকৃত ছয় দফা দাবি বাস্তবায়ন না হওযা পর্যন্ত সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ফরম ফিলাপ কার্যক্রম প্রত্যাখ্যান করেছে। দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করতে যত দেরি করবেন, আমরা তত কঠিন হতে কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

শিক্ষার্থীদের ছয়দফা দাবিগুলো হলো- জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে (এইচএসসি ভোক, এসএসসি ভোক, টিটিসি স্টুডেন্টস, এইচএসসি সায়েন্স + ট্রেড কোর্স), কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলী দের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।


সর্বশেষ সংবাদ