চারটি পরীক্ষা স্থগিত
২৭ আগস্ট থেকে কারিগরির এইচএসসি পরীক্ষা আগের সময়সূচিতে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৮:৪৬ PM

আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা- এই তিন শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হবে ২৭ আগস্ট থেকে। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এদিকে আজ শনিবার কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, ২৭ আগস্ট থেকে কারিগরির এইচএসসির পরীক্ষা আগের সময়সূচিতে চলবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এর আগে চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত ওল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে আগামী ১৭, ২০, ২২ ও ২৪ আগস্ট তারিখের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। তবে আগামী ২৭ আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রকাশিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে এতে বলা হয়েছে।