কম খরচে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করবেন যেভাবে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM

বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুবিধা দিতে ইউটিউব প্রিমিয়াম সেবা জনপ্রিয় হয়ে উঠলেও, এর মাসিক খরচ অনেকের জন্যই চাপ হয়ে দাঁড়িয়েছে। সেই চিন্তা থেকেই এবার নতুন এক সাবস্ক্রিপশন প্যাকেজ চালু করেছে ইউটিউব, যার মাধ্যমে একসঙ্গে দুইজন ব্যবহারকারী যৌথভাবে ইউটিউব প্রিমিয়ামের সুবিধা নিতে পারবেন।
‘ডুয়ো প্যাক’ নামের এই নতুন পরিকল্পনায়, একজন ব্যবহারকারী সাবস্ক্রিপশনের সময় আরেকজনকে যুক্ত করে একই সুবিধা ভাগাভাগি করতে পারবেন। তবে কিছু শর্ত প্রযোজ্য—যেমন, উভয় ব্যবহারকারীর বয়স হতে হবে অন্তত ১৩ বছর, থাকতে হবে বৈধ গুগল অ্যাকাউন্ট, এবং অবশ্যই তারা একই ঠিকানায় বসবাস করতে হবে। পাশাপাশি দুজনকেই গুগলের ‘ফ্যামিলি গ্রুপ’-এ যুক্ত থাকতে হবে।
ইউটিউব জানিয়েছে, প্রিমিয়াম গ্রাহকরা বিজ্ঞাপনহীন ভিডিও দেখার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালিয়ে রাখা, অফলাইনে ভিডিও সংরক্ষণ, এবং ইউটিউব মিউজিকের পূর্ণ লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান।
নতুন এই ডুয়ো প্যাকেজের তথ্য ইতিমধ্যে ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন পেজে যুক্ত করা হয়েছে। ব্যক্তিগত, পারিবারিক এবং শিক্ষার্থীদের জন্য আলাদা প্যাকেজের পাশাপাশি এখন থেকে ‘ডুয়ো প্যাক’-ও দেখা যাচ্ছে। আগ্রহীরা চাইলে প্রথম এক মাস এই পরিষেবা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকভাবে এই প্যাকেজ চালু হচ্ছে নির্দিষ্ট কিছু দেশে। ইউটিউব জানিয়েছে, বিজ্ঞাপনই কনটেন্ট নির্মাতাদের প্রধান আয়ের উৎস হলেও, ব্যবহারকারীদের বিজ্ঞাপন বিরক্তির কথা বিবেচনায় নিয়েই প্রিমিয়াম সুবিধার পরিধি বাড়ানো হয়েছে।