জবিতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ৫

  © সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হরতালের প্রচারকালে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহসহ জোটের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার ( ২২ ফেব্রুয়ারি) জবির রফিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খাইরুল হাসান জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। ওই জোটে সমর্থন দিয়েছে প্রগতিশীল ছাত্রজোটভুক্ত বামপন্থী সংগঠনগুলো।

তিনি বলেন, তারই অংশ হিসেবেআজ ক্যাম্পাসে হরতালের প্রচারণা করছিলেন জোটের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দেয়। এ সময় অতর্কিত হামলায় ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, ছাত্র ফ্রন্টের ইভানসহ জোটের ৫ নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকী বলেন, আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি। হামলা করে  হরতাল প্রতিরোধ করা যাবে না। দ্রব্যমূল্যের ন্যায্যদাম ফেরাতে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই হামলা শুধু অনাকাংখিতই নয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার জন্য উদবেগজনক।

বিষয়টি অস্বীকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, কিছু বহিরাগত লোক ক্যাম্পাসে এসে সরকার বিরোধী কার্যক্রম চালাচ্ছিলো। এসময় আমরা তদের লিফলেট গুলো নিয়ে নিই। হামলার কোন ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে। সম্প্রতি পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ