সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগ
মেয়াদ শেষ হওয়ার ৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটি, খুশি নেতারা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৯ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩২ PM
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা বাংলাদেশ ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রায় ৫ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি জানানো হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, ২০২০ সালের ৪ অক্টোবর মো. মজনু মিয়াকে সভাপতি ও মো. মাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও সে সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: ভর্তিচ্ছুদের সব ধরণের সহযোগিতা করবে ঢাবি ছাত্রলীগ
এ ব্যাপারে সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি ডা. অরূপ কুমার সরকার জানান, এক বছর চার মাস কোন বিষয় না, কমিটি তো পূর্ণাঙ্গ করতে হবে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই। কমিটি পূর্ণাঙ্গ হয়েছে এটাই তো সুখবর।
তবে সদ্য গঠিত কমিটির যুগ্ম সাধারণ ডা. দেবাশীষ আচার্য কমিটির মেয়াদোত্তীর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করেন।
দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি জানান, করোনাকালীন সময়ে শিক্ষার্থীরাই ক্যাম্পাসে ছিলেন না। বন্ধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের পারস্পরিক অংশগ্রহণ সম্ভব ছিল না। আমরা ছাত্রলীগের কোন কর্মসূচিও করতে পারিনি। যে কারণে দেরি করে কমিটিটা পূর্ণাঙ্গ করতে হল।