ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা, আটক ১৩
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭ PM
রাজধানীর রূপনগর এলাকায় কর্মিসভায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগে রবিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ছাত্রদলের কয়েকজন কর্মীকে আটক করা
প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় বেশকিছু সময় ধরে পুলিশ এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হন।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া বলেন, মজনুসহ ১৩-১৪ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জানিয়েছেন, রূপনগরে আমাদের কর্মিসভায় পুলিশ হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই। এ ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল বের করলে পুলিশ আবার হামলা করে।