ইউরোপিয়ান ইয়ুথ ইভেন্টে যোগ দিচ্ছেন ছাত্রদল নেতা দ্বীন ইসলাম খান

১৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
ছাত্রদল নেতা দ্বীন ইসলাম খান

ছাত্রদল নেতা দ্বীন ইসলাম খান © টিডিসি সম্পাদিত

আগামী জুনে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে অনুষ্ঠেয় ইউরোপিয়ান ইয়ুথ ইভেন্টের (ইওয়াইই-২০২৫) যোগদান করবেন ছাত্রদল নেতা দ্বীন ইসলাম খান। এশিয়া ইউরোপ ফাউন্ডেশন এবং ডিজি পার্লামেন্টারি ডেমোক্রেসির আয়োজনে এতে পৃথক কর্মশালা এবং প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে জার্মানিতে কনরাড এডিনাওয়ার স্কুল ফর ইয়ং পলিটিশিয়ান্স এর রাজনৈতিক ফেলো হিসেবে দুই বছর মেয়াদি একটি প্রোগ্রামে প্রশিক্ষণরত আছেন।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী জুনের ১৩-১৪ তারিখে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এতে ৪০টি দেশের তরুণরা অংশ নেবেন। আমি জার্মানিতে কনরাড এডিনাওয়ার স্কুল ফর ইয়ং পলিটিশিয়ান্স এর রাজনৈতিক ফেলো হওয়ার সুবাদে এতে অংশ নেবো।

বার্ষিক এই ইভেন্টে বহুপাক্ষিকতার ভবিষ্যৎ: ইয়ুথ ভয়েস বিষয়ক কর্মশালা এবং ইইউ এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয়: সেতুবন্ধন বিষয়ক প্যানেল আলোচনা ছাড়াও ভবিষ্যৎ সম্পর্ক গঠন: ইইউ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ইয়ুথ ভয়েস বিষয়ক কর্মশালায় অংশ নেবেন।

জানা যায়, ইউরোপীয়ান ইয়ুথ ইভেন্ট সংক্ষেপে (ইওয়াইই) নাগরিক শিক্ষা, আন্তঃসাংস্কৃতিক সাক্ষাৎ এবং আইডিয়া বিনিময়ের জন্য ইউরোপের বৃহত্তম ইয়ুথ প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি-যা তরুণদের দ্বারা পরিচালিত হয়। তাদের লক্ষ্য হল সচেতন, মুক্তমনা, দায়িত্বশীল এবং সক্রিয় নাগরিকদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং ক্ষমতায়ন করা যাতে করে তারা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখতে পারে। ইওয়াইই প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশের তরুণদের নিয়ে আন্তঃদেশীয় সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করে থাকে।

দ্বীন ইসলাম খান কনরাড এডিনাওয়ার স্কুল ফর ইয়ং পলিটিশিয়ান্স এর রাজনৈতিক ফেলো হিসেবে জার্মানিতে আয়োজিত তার ফেলোশিপের ৪র্থ মডিউলের বিভিন্ন রাজনৈতিক কর্মশালায় অংশগ্রহণ করবে। এই শিক্ষণ সফরে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং পিলিপাইনের তরুণ রাজনীতিবিদরা অংশগ্রহণ করবে। 

এই সেমিনারে অংশগ্রহণকারীরা ইউরোপীয় এবং জার্মান সরকার এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক-দলীয় ব্যবস্থার বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এবং শাসনের বিভিন্ন স্তরে রাজনৈতিক-দলীয় ব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে। সামাজিক বাজার অর্থনীতির ধারণা, জার্মান পুনর্মিলন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আঞ্চলিক একীকরণের মতো অতিরিক্ত বিষয়গুলিও আলোচ্যসূচিতে থাকবে।

অধিকন্তু, এই সেমিনারে ইউরোপে আধুনিক রাজনৈতিক প্রচারণার সংগঠন এবং বিষয়বস্তুর পাশাপাশি জনপ্রিয়তা, অভিবাসন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনীতি এবং প্রচারণার উপর ইউক্রেন-রাশিয়া সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, কনরাড এডিনাওয়ার স্কুল ফর ইয়ং পলিটিশিয়ানস (কেএএসওয়াইপি) একটি সক্ষমতা উন্নয়ন প্রোগ্রাম যা ২০১০ সালের মার্চ মাস থেকে কনরাড এডিনাওয়ার স্টিফটাং (কেএএসপিডিএ)-এর আঞ্চলিক প্রোগ্রাম পলিটিক্যাল ডায়ালগ এশিয়া দ্বারা বাস্তবায়িত হচ্ছে। এগারো বছর যাবত, কেএএসওয়াইপি বিভিন্ন এশীয় দেশের তরুণদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলে প্রতিনিধিত্বমূলক এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক উন্নয়নে অবদান রাখছে।

তাহলে কি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের?
  • ১৯ জানুয়ারি ২০২৬
আসিফ মাহমুদের বিচার হবে বাংলার মাটিতে : নাছির
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘সার্কের ভাবনাই প্রমাণ করে, জিয়া একজন বিশ্ব নেতা’
  • ১৯ জানুয়ারি ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের মারণাস্ত্রের ব্যবহার, নিহতদের প…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি সজীব গ্রুপে, কর্মস্থল ঢাকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নায়েবে আমিরকে শোকজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9