নারী কর্মীদের নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের দাবি ছাত্রদলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১১:০০ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:০০ PM

রাজনীতিতে নারীর অংশগ্রহণকে ভীতিকর করে তুলতে সংগঠিত চক্রের অশ্লীল, কুরুচিপূর্ণ এবং হুমকিসূচক বার্তার বিরুদ্ধে সরব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নারী নেত্রীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং প্ল্যাটফর্মে যেভাবে একের পর এক যৌন হয়রানি, ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাতে চরম উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
আজ সোমবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিককালে একটি সংঘবদ্ধ চক্র ছাত্রদলের নারী নেত্রীদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলোতে যৌন হয়রানিমূলক আক্রমণাত্মক বক্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য, ধর্ষণ এবং শ্লীলতাহানির হুমকি দিচ্ছে। নামে-বেনামে অসংখ্য ফেসবুক একাউন্ট খুলে এই চক্রটি নারীদের হেনস্তা করার অপকৌশল নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মির ম্যাসেঞ্জারে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে মেসেজ পাঠানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উক্ত ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন, ছাত্রদল নারী শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে। যারা রাজনীতিতে নারীদের অংশগ্রহণ চায় না তারাই সংঘবদ্ধ হয়ে অনলাইনে ছাত্রদলের নেত্রীদের যৌন হয়রানির হুমকি দিচ্ছে। তাদের এধরণের কর্মকাণ্ড জঘন্যতম ফৌজদারি অপরাধ। আমরা অনলাইনে এবং অফলাইনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সব ধরনের সাইবার বুলিং বন্ধ করার আহবান জানাচ্ছি। নারী কর্মীদের জন্য নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।