শাবিপ্রবি কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ

শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ
শাবিপ্রবিতে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ  © সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মচারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়া বাজার এলাকায় এ উপহার বিতরণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা তুহিন। 

কর্মচারীদের কষ্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটি।

এ বিষয়ে শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের পরিবারেরই অংশ। তাঁদের অক্লান্ত পরিশ্রমে ক্যাম্পাস সচল থাকে। সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরই আমরা এ উদ্যোগ নিই। এটি শুধু উপহার নয়, ভালোবাসা ও সম্প্রীতির প্রকাশ।'


সর্বশেষ সংবাদ