ঢাবিতে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করল ছাত্রদল

ইফতার বিতরণ করেছে ছাত্রদল
ইফতার বিতরণ করেছে ছাত্রদল  © টিডিসি ফটো

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে ছাত্রদল। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাবির টিএসসি চত্বরে এই ইফতার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাহির রায়হানের উদ্যোগে আয়োজিত এই ইফতার বিতরণে দলটির বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সহ-সভাপতি ইজাজ শাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফুল ইসলাম, ঢাবি ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, ছাত্রনেতা আরমান আরিফ এবং রাসেলসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা।  

আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা অনুযায়ী সমাজের অবহেলিত ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। এ সময় তারা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে প্রতিটি রোজাদারের দোয়া চেয়েছেন তারা।  

এ সময় ছাত্রদল নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা তার সুস্থতা কামনা করি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সবার দোয়া চাই।

ইফতার বিতরণের সময় ছিন্নমূল মানুষেরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান।


সর্বশেষ সংবাদ