বাম ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা, ছাত্রদলের প্রতিবাদ

ছাত্রদল
ছাত্রদল  © ফাইল ফটো

বাম ছাত্র নেতাকর্মীদের পদযাত্রায় বাধা প্রদান এবং পুলিশ কর্তৃক গায়েবি মামলা দায়েরের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৭ মার্চ) রাতে দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়েছে, দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা,নিপীড়ন, ধর্ষণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দেশের সকল প্রান্তে সচেতন ছাত্র-জনতা অব্যাহতভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিগত ১১ মার্চ ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামক প্ল্যাটফর্মের ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর গণপদযাত্রা করে স্মারকলিপি প্রদান করতে গেলে শাহবাগ এলাকায় তাদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে উক্ত প্ল্যাটফর্মের সাথে জড়িত বিভিন্ন ছাত্রসংগঠনের ১২ জন নেতৃবৃন্দসহ ৭০-৮০ জন অজ্ঞাতনামা আসামির উল্লেখ করে রমনা থানায় একটি মামলা দায়ের করেছে। 

‘মামলার এজাহারভুক্ত আসামি একাধিক ছাত্রনেতা  ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না। এ ধরনের মামলা ফ্যাসিস্ট রেজিমের গায়েবি মামলার সংস্কৃতির পুনরাবৃত্তি। এছাড়াও গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ। ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রতি পুলিশ প্রশাসনের এমন আচরণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে উদ্বিগ্ন। ফ্যাসিস্ট খুনি হাসিনা রেজিমের পতনের পরেও পুলিশের আচরণের কাঙ্ক্ষিত মাত্রায় পরিবর্তন হয়নি। হাসিনার বিশ্বস্ত কর্মকর্তারা অদ্যাবধি পুলিশ প্রশাসনে বহাল থাকায় তারা  প্রতিশোধস্পৃহা থেকে দেশের বিভিন্ন জায়গায়  ফ্যাসিবাদবিরোধী ছাত্রনেতাদের সাথে মারমুখী আচরণ করছে’ 

বিবৃতিতে আরো বলা হয়েছে, ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলনে হামলা চালিয়ে, বিপুল সংখ্যক অজ্ঞাতনামা আসামিসহ ১২ ছাত্রনেতাকে এজাহার নামীয় আসামি করে মামলা দায়ের এবং গভীর রাতে ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃদ্বয়  ছাত্রনেতাদের হয়রানি না করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারী নির্যাতনের মামলাগুলোর দ্রুত সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে যথাযথ ভূমিকা রাখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence