নারী শিক্ষার্থীদের ও হলের প্রহরীদের সাহরির খাবার উপহার রাবি ছাত্রদল নেতার

ছাত্রদলের বিতরণ করা সাহরির খাবার
ছাত্রদলের বিতরণ করা সাহরির খাবার  © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেসা হলের নারী শিক্ষার্থীদের এবং ছেলেদের সব আবাসিক হলের নিরাপত্তা প্রহরীকে সাহরির খাবার বিতরণ করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান। আজ শুক্রবার (৭ মার্চ) রাতে ব্যক্তি উদ্যোগে হলে হলে গিয়ে এ উপহার দেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে এম এ তাহের রহমান বলেন, ‘সামনে ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে রাবি ছাত্রদল নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশগ্রহণ বাড়াতে মেয়েদের হলকেন্দ্রিক কার্যক্রম বাড়ানোর ব্যাপারে ভাবছে। নারীদের অধিকার রক্ষা এবং গঠনমূলক কার্যক্রমে নারীদের অংশগ্রহণের প্রতি আগ্রহী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। আজ রহমতুন্নেছা হলের নারী শিক্ষার্থীদের সেহরি উপহার দেওয়ার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: রুয়েট ভর্তি পরীক্ষা: মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রম শুরু শনিবার

তিনি আরও বলেন, ‘হলগুলোতে রাত জেগে সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যায় নিরাপত্তা প্রহরীরা। আমরা ছেলেদের সব কটি হলের নিরাপত্তা প্রহরীদেরও সাহরির খাবার উপহার দিয়েছি। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি।’

ব্যক্তি উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলী, যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, সদস্য রাকেশসহ বিভিন্ন হলের নেতারা।


সর্বশেষ সংবাদ