এমসি কলেজে হামলার ঘটনায় মহানগর জামায়াত আমীরের বক্তব্যের নিন্দা শিবিরের

ছাত্রশিবির
ছাত্রশিবির  © সংগৃহীত

সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের উপর হামলায় ছাত্রশিবিরের কিছু কর্মীদের সম্পৃক্ততা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি প্রতিষ্ঠানে এক সভায় তিনি এই বক্তব্য দেন। 

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এর জের ধরে ফেসবুকে সিলেটের স্থানীয় সাবেক ও বর্তমান শিবিরের নেতৃবৃন্দ জামায়াত আমীরের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান। 

এরই প্রেক্ষিতে রাত ১১টায় গণমাধ্যমে পাঠানোর এক বিবৃতিতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ ও মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু এক যৌথ বিবৃতে বলেন, “সিলেটের এমসি কলেজে গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে আসছে। আজ সন্ধায় সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের প্রদত্ত একটি বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

“শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরে উপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমীরও এ অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে আমাদের মনে করছি। আমরা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence