রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসবে শিবিরের প্রকাশনা প্রদর্শনী

প্রকাশনা প্রদর্শনী
প্রকাশনা প্রদর্শনী   © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসবে প্রকাশনা প্রদর্শনী করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত উৎসবে প্রকাশনা প্রদর্শনী করেছে সংগঠনটি।

এসময় “আল কুরআনুল কারীম বাংলা অনুবাদ, ইসলাম পরিচিতি, রমাদান কর্ম পরিকল্পনা, ক্যারিয়ার, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, ব্যাপন, এসো আলোর পথে, সাহসী মানুষের গল্প, তরুণ তোমার জন্য, আমরা কি চাই কেন চাই কিভাবে, আল কুরআনে রাষ্ট্র, গাণিতিক সূত্রাবলী ইত্যাদি প্রকাশনা প্রদর্শন করেছে সংগঠনটি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অফিস সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, “এটি যেহেতু তারুণ্যের মেলা আর ছাত্র শিবির সবসময় তরুণদের নিয়েই কাজ করে। জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার জন্য যে ব্যবস্থা সেটা তরুণদের মধ্যে জানান দেওয়ার জন্য আমাদের এ প্রকাশনা।" 

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লীগের সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত হয়েছে তারুণ্য উৎসব। এসময় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ