গাজীপুর কোনাবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন কোনাবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের লক্ষ্যে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় পতাকা ও ছাত্রদলের দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্দ্বোধন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। তিনি বলেন, ছাত্রদল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে। সন্ত্রাসমুক্ত নিরাপদ, শিক্ষার্থীবান্দব ও গনতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা করা, খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকবো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বুকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকা বহন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামি দিনে ছাত্রদল করবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মোবারক হোসেন রাসেলসহ বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা।