কুয়েট পরিস্থিতি নিয়ে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন আজ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ AM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ AM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছাত্রদল। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকাল ৪ টায় ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসসির সাংবাদিক সমিতির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে ছাত্রদল। এতে উপস্থিত হয়ে কুয়েট পরিস্থিতি তুলে ধরবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। ছাত্রদলের একাধিক নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।