সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও ধূমপান নিষিদ্ধকরণ কর্মসূচি

ছাত্রদলের বৃক্ষরোপণ ও ধূমপান নিষিদ্ধকরণ কর্মসূচি
ছাত্রদলের বৃক্ষরোপণ ও ধূমপান নিষিদ্ধকরণ কর্মসূচি  © টিডিসি ফটো

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল ক্যাম্পাসের সামনে ওয়ার্কিংওয়েতে বৃক্ষরোপণ ও ধূমপান নিষিদ্ধকরণ কর্মসূচি পালন করেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির বিষয়বস্তু ছিল বক্ষরোপণ কর্মসূচি, ধূমপান নিষিদ্ধকরণ ও অযথা আড্ডা না দেওয়া।

কর্মসূচির বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সন্ধ্যার পরে কলেজের গেইটের সামনে প্রায়শই বিভিন্ন আড্ডাবাজি হয়। এখানে রিকশা থাকে, ভ্যান থাকে, বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের আসর বসে। তাই আমরা ক্যাম্পাসের সামনে মাদকদ্রব্যের বিক্রয় রোধ ও কিভাবে আড্ডা বন্ধ করা যায় এই বিষয়ে আলোচনা করে একটি কর্মসূচি হাতে নেই। এখানে যেন কোন গাড়ি না থাকে, আমাদের শিক্ষকদের গাড়িগুলো যেন সহজে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে পারে। এছাড়াও কলেজের সামনে রাস্তাটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করবো।

এছাড়াও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গীকার মাদকমুক্ত ও পরিচ্ছন্ন ক্যাম্পাস। তারই প্রেক্ষাপটে আজকে আমাদের কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সোহরাওয়ার্দী কলেজ থেকে কিছু নিতে আসেনি বরং দিতে এসেছি। তাই আজ নিজ উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে এ কর্মসূচি পালন করেছি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!