সাত কলেজ বিষয়ে যা বলল ছাত্রশিবির

লোগো
লোগো  © সংগৃহীত

সাত কলেজ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া ও সংঘাত পরিহারে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ সোমবার (২৭ জানুয়ারি) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে  এ আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘গতকাল (২৬ জানুয়ারি) গভীর রাত থেকে চলমান ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের  মধ্যকার সংঘাতময় পরিস্থিতির অবসানে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার করছি। যেকোনো যৌক্তিক দাবি উত্থাপনের স্বাধীনতা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির শোনার মানসিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম সৌন্দর্য। রবিবার ঢাকা কলেজসহ ৭ কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া পেশকে কেন্দ্র করে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সহনশীলতার অভাবের একটি দৃষ্টান্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। একটি সুস্থ ধারা ও চিন্তাশীল সমাজে যা কোনোভাবেই কাম্য নয়।’

তারা আরও বলেন, ‘ঢাকার ৭টি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট কতিপয় ব্যক্তির স্বার্থপরতা ও রেষারেষির কারণে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত ছিল না।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘ঢাবি অধিভুক্ত ৭ কলেজের দীর্ঘদিনের অমীমাংসিত যৌক্তিক দাবিসমূহের স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। একই সাথে উদ্ভূত পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। 


সর্বশেষ সংবাদ