ঢাকা কলেজে ড্রেন পরিষ্কার ও মশা নিধন স্প্রে কর্মসূচি ছাত্রদলের

  © সংগৃহীত

বর্তমানে দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এ অবস্থায় ঢাকা কলেজের আবাসিক হলগুলোতে এই রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। 

এর ফলে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ায় কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রাবাসের ড্রেন পরিষ্কার, মশা নিধন স্প্রে ও ব্লিচিং পাউডার ছিটানো কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা কলেজ ছাত্রদলের নেতারা এই কর্মসূচি পালন করেন। 

কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের খন্দকারের নেতৃত্বে এতে আর অংশগ্রহণ করেন কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, আব্দুল গাফফার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মো. আবু নাঈম সহ কলেজ ও হল ইউনিটের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত  ছিলেন।


সর্বশেষ সংবাদ