সমন্বয়কদের ওপর হামলার প্রতিবাদ কেন্দ্রীয় ছাত্রদলের

সমন্বয়কদের ওপর হামলার প্রতিবাদ কেন্দ্রীয় ছাত্রদলের
সমন্বয়কদের ওপর হামলার প্রতিবাদ কেন্দ্রীয় ছাত্রদলের  © ফাইল ছবি

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় সমন্বয়কদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানায় ছাত্রসংগঠনটি।

এতে বলা হয়েছে, ‘ছাত্র-জনতার সম্মিলিত, ঐক্যবদ্ধ গণ আন্দোলনে বিগত ৫ আগস্ট হাসিনার লজ্জাজনক পলায়নের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতন হয়। ফ্যাসিস্ট ও তাদের গুটিকতক সুবিধাভোগী ব্যতীত দেশের সকল ছাত্র, জনতা, রাজনৈতিক সংগঠন, শ্রমিক, পেশাজীবী, ধর্ম, বর্ণ নির্বিশেষে পুরো জাতি এই অর্জনের গর্বিত অংশীদার। ফ্যাসিস্টদের পতনের পর এখন রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সর্বতোভাবে এই প্রক্রিয়ায় সহযোগিতা দিয়ে চলেছে।’

‘এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকেরা দেশের বিভিন্ন জেলায় মতবিনিময় সভা করছে। গঠনমূলক ও ইতিবাচক যেকোনো প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্তরিক সহযোগিতায় বিশ্বাসী। এতদসত্ত্বেও আজ নাটোরে একটি অপ্রত্যাশিত ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়া হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনায় নাটোর জেলা শাখা এবং অধীনস্থ ইউনিট ছাত্রদলের কোন সংশ্লিষ্টতা নেই। এক্ষেত্রে বক্তব্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরও সংযত হওয়া ও অধিকতর দায়িত্বশীলতা কাম্য।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল এক সঙ্গে কাজ করছে। নাটোরে হয়তো ছাত্রলীগ যুবলীগ হামলা চালিয়ে আমাদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। তবে আমরা সকল বাধা মোকাবিলা করে এক সাথে কাজ করে যাব।’

এছাড়াও তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবানও জানান তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence