দেয়ালে দেয়ালে লিখে কোটা আন্দোলনকারীদের প্রতিবাদ

  © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে দেয়াললিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাড়া দিয়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসে আজ রবিবার এই কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দেয়াললিখনের মধ্যে ছিল ‘আসছে ফাগুন আমরা কিন্তু দ্বিগুণ হবো’, ‘গণহত্যার বিচার চাই’, ‘৫২ দেখিনি ২৪ দেখেছি’, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্র কারও বাপের না’, ‘হামাক বেটাক মারলু কেনে?’ ‘ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি’, ‘দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠব’, ‘তুমি কে আমি কে, বিকল্প বিকল্প’, ‘লোহার টুপি মানুষের মগজ খায়’, ‘মেধা শহীদ’, ‘আমি মেট্রোরেল হতে চেয়েছিলাম, খোদা আমাকে ছাত্র বানালো’ প্রভৃতি।

রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন ক্যাম্পাস ও আশপাশে এই কর্মসূূচি পালন করা হয়। এছাড়া রাজধানী বাহিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি শুরু করা হয়।

দেয়াললিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র অন্তু অরিন্দম বলেন, কোটা আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ আক্রমণ করেছে। এর প্রতিবাদে অহিংসভাবে শাট ডাউন কর্মসূচি পালন করেছি। কিন্তু সেখানেও আক্রমণ করেছে। এরপর ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালিয়েছে। এখনও দমন-নিপীড়ন চলছে, বাসায় বাসা তল্লাশি চালাচ্ছে। এসবের জন্য আওয়ামী লীগ সরকার ও তাদের প্রধান শেখ হাসিনা দায়ী। এরই প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ