আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে
ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে  © সংগৃহীত

সিলেট নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি স্থানে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ সময় অন্তত তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (২০ মে) রাত ১০টার দিকে নগরীর দাড়িয়াপাড়া, হাউজিং এস্টেট ও সুবিধবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন, আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। এর জের ধরে গতকাল রাত ৮টার দিকে সুবিদবাজার এলাকায় ফের দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়।

নগরীর আম্বরখানা হাউজিং এস্টেট ২ নম্বর রোডে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের কয়েকজন কর্মী-সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালায়।

এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে এবং সেটি জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত চলে আসে। সেখানে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষের বিষয়ে জানতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের মোবাইল নম্বরে কল করা হলেও তারা রিসিভ করেননি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আগুনে দগ্ধ তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ