সংগঠনের নাম ভাঙিয়ে পার পাওয়ার সুযোগ নেই : সাদ্দাম

সাদ্দাম হোসেন
সাদ্দাম হোসেন  © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত সাংবাদিক সাব্বির আহমেদের প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা অবলম্বন করি। শুদ্ধ অভিযান পরিচালনা করি। তাই বলবো সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিচ্যুতি ঘটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাস সাংবাদিকতার প্রসঙ্গ তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিক যেন নির্বিঘ্নে গণমাধ্যমের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সেই ব্যাপারে আমরা শতভাগ দায়বদ্ধ থাকব। ক্যাম্পাস ডেমোক্রেসি এবং ক্যাম্পাস জার্নালিজম মুক্ত স্বাধীনভাবে নিঃসংকোচিতভাবে করতে পারে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকা আগামীতেও অক্ষুণ্ন রাখার চেষ্টা করবে।

মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগের সব কমিটির বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, আমরা ধারাবাহিকভাবে সব মেয়াদোত্তীর্ণ যে সকল কমিটি রয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে সম্মেলন করছি। কর্মীসভা করছি। তিতুমীর কলেজে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হবে। একইসঙ্গে সম্মেলনের তারিখ দ্রুতই ঘোষণা করা হবে।


সর্বশেষ সংবাদ