রাবি প্রশাসনের অদক্ষতায় শিক্ষার্থীদের উপর হামলা: ঢাবি ছাত্রলীগ

ঢাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার বিচার দাবি করেছে ছাত্রলীগ
ঢাবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার বিচার দাবি করেছে ছাত্রলীগ  © ফাইল ছবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সংগঠনটি বলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষতা ও ব্যর্থতায় এ হামলার ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

হামলার ঘটনার পর সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

বিবৃতিতে ঢাবি ছাত্রলীগ বলেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা চলাকালীন সময়ে হঠাৎ মাঠে প্রবেশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা করে।

‘‘হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অন্তত ৬ জন আহত হয়েছে বলে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। এর আগে একই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দলের প্রতিও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অশোভন আচরণের অভিযোগ আমরা পেয়েছি।’’

সংগঠনটি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ ধরনের ঘটনা, হীন প্রচেষ্টা বাংলাদেশের মানুষের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা উচ্চ শিক্ষা সম্পর্কে ভিন্ন বার্তা প্রদান করে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, এ ধরনের প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগেও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করে ঢাবি ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের অস্বাভাবিক ও অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি সার্বিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষতা ও ব্যর্থতার পরিচয় বহন করে। একইসঙ্গে ঢাবি ছাত্রলীগ এ হামলার ঘটনার জড়িতদের শাস্তি দাবি করেছে।


সর্বশেষ সংবাদ