ঢাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রলীগের দেওয়া ‘কালো কাপড়’ সরালো ছাত্র ইউনিয়ন
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ PM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ছাত্রলীগের দেয়া কালো কাপড় সরিয়ে দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শনিবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি দীপক শীলের নেতৃত্বে নেতাকর্মীরা কালো কাপড় ছিঁড়ে ফেলে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি দীপক শীল বলেন, ‘ছাত্রলীগ সকল রাজনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে কালো কাপড় দিয়ে মুড়ে দিয়েছিল। যা শহীদ রাজুর সংগঠন ছাত্র ইউনিয়নসহ সকল প্রগতিশীল সংগঠন এবং মুক্তমনা মানুষকে আহত করেছে। আমরা আজ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কবল থেকে শহীদ রাজুর ভাস্কর্য অবমুক্ত করেছি। ভবিষ্যতে ছাত্রলীগ এ ধরনের কর্মকাণ্ড করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
এর আগে ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশন উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে 'Metro at TSC: Thank You Sheikh Hasina' শীর্ষক আনন্দ শোভাযাত্রা করে ঢাবি ছাত্রলীগ। সেদিন ক্যাম্পাসে অবস্থিত রাজু ভাস্কর্যে অনুষ্ঠান উপলক্ষ্যে ভাস্কর্যের চারপাশে বিভিন্ন ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড সাটাঁয় ছাত্রলীগ। যার ফলে রাজু ভাস্কর্যের একটা অংশ ঢেকে যায়। এ নিয়ে ক্ষোভ তৈরি হয় ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মধ্যে।
ভাস্কর্যের চারপাশে বিভিন্ন ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড সাটেঁ ছাত্রলীগ। অনুষ্ঠান শেষে বিলবোর্ড না সরানোয় ক্ষোভ তৈরি হয় প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে।
এর দশদিন পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজু ভাস্কর্যের সামনে পাহাড়ে চার নেতার মৃত্যুর প্রতিবাদে কর্মসূচি পালন করছিল ৬টি বাম সংগঠনের সমম্বয়ে গঠিত গণতান্ত্রিক ছাত্রজোট। এসময় ছাত্রজোটের কয়েকজন সেখানে সাটাঁনো িঅস্থায়ী বিলবোর্ড ভাঙার অভিযোগ করে ছাত্রলীগ। তৎক্ষণাৎ ছাত্রলীগের হামলায় গণতান্ত্রিক ছাত্রজোটের ৭ জন সদস্য আহত হয়। হামলার নেতৃত্ব দেয় ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু।
১২ ডিসেম্বর অস্থায়ী বিলবোর্ড ভাঙার অভিযোগ তুলে ছাত্রলীগ হামলা করে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের উপর। এতে আহত হয় ৪ জন।
সেদিন রাতেই ১২ ডিসেম্বর রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেয় ছাত্রলীগ। যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
১২ ডিসেম্বর রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেয় ছাত্রলীগ
এর পর ১৪ ডিসেম্বর ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা টিএসসিতে আড্ডা দিলে আবারো ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এতে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতিসহ ৪ জন আহত হয়।
১৪ ডিসেম্বর দুপুরে আড্ডা দিতে আসলে টিএসসি এলাকায় ছাত্রলীগের ফের হামলার মুখে পড়ে ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা। এতে ৪ জন আহত হয়।
এর পরিপ্রেক্ষিতে আজ ১৬ ডিসেম্বর ছাত্র ইউনিয়নের কিছু নেতাকর্মী রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সাটাঁনো কালো কাপড় সরিয়ে দেয়।
কালো কাপড় সরিয়ে দেওয়া বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত জানান, আমি এ ব্যাপারে এখনও কিছু জানি না। আমি সকাল থেকে প্রোগ্রামে ছিলাম এবং এখনও প্রোগ্রামেই আছি।
আজ ১৬ ডিসেম্বর ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা রাজু ভাস্কর্য থেকে কালো কাপড় সরিয়ে নেয়
উল্লেখ্য, ১৯৯২ সালে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে টিএসসি এলাকায় মিছিল বের করেছিলেন গণতান্ত্রিক ছাত্র ঐক্যের একদল নেতাকর্মী। ওই মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য স্থাপিত হয়। বিভিন্ন উৎসব ছাড়াও যে কোনো জাতীয় অর্জন বা উদ্যাপনে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন শিক্ষার্থীরা।