তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

তফসিল বাতিলের দাবিতে রাজধানীর সায়দাবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল
তফসিল বাতিলের দাবিতে রাজধানীর সায়দাবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে এক তরফা উল্লেখ করে তা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি তানজিল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবু জাফরের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর সায়দাবাদে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

নেতা-কর্মীরা জানিয়েছেন, মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। এ সময় বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে ছাত্রদলের নেতা-কর্মীরা তফসিল বাতিলের দাবিতে ও অবরোধের সমর্থনে স্লোগান দেন।

আরো পড়ুন: নির্বাচনের তফসিলকে ‘প্রহসন’ বলে চবি ছাত্রদলের বিক্ষোভ

মিছিলে আরও উপস্থিত ছিল ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ হোসাইন, রুহুল আমিন হিমেল, সদস্য আনিসুর রহমান খান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আলামিন মৃধা, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আল মামুন সাগর, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, আল আমিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা হৃদয় মাহমুদ, নাঈম সিকদার, মাইদুল ইসলাম, মারজান আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নেতা সাব্বির হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা নাজমুল হাসান পাপন, দনিয়া কলেজ ছাত্রদল নেতা আলামিনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।


সর্বশেষ সংবাদ