মঞ্চে না ডাকায় বিদ্যালয়ের আয়োজনে ভাঙচুর ছাত্রলীগ নেতার

  © সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রানা মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠানের প্যান্ডেলের চেয়ার ও মঞ্চ ভাঙচুরে ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় উপস্থিত শিশু শিক্ষার্থীরা ভয়ে কান্নাকাটি করতে থাকে। আবার কেউ বা দৌড়াদৌড়ি করতে থাকে। পরবর্তীতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। 

স্থানীয়রা জানান, আজ ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ছিল। আর সকালে বিদ্যালয়ে মাঠে স্থাপিত মঞ্চে যথারীতি আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়। 

কিন্তু বেলা একটার দিকে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রানা মণ্ডলকে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইকে ঘোষণা দিয়ে মঞ্চে না ডাকায় তিনি তাঁর ১০ থেকে ১২ জন সমর্থক নিয়ে আচমকা অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েন।

এ সময় তাঁকে মঞ্চে না ডাকায় তিনি আয়োজকদের অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকেন। আর এমন আচরণ দেখে আয়োজকেরা তাঁকে নিবৃত করার চেষ্টা করলে তিনি তাঁর সমর্থকদের নিয়ে প্যান্ডেলে থাকা চেয়ার ও মঞ্চ ভাঙচুর করতে থাকেন। এভাবে প্রায় ১০ থেকে ১৫ মিনিট তাণ্ডব চালিয়ে প্রায় ৫৫টি চেয়ার ও মঞ্চের অংশবিশেষ ভেঙে  ফেলেন। 

আর এ দৃশ্য দেখে উপস্থিত শিশু শিক্ষার্থীরা ভয়ে কান্নাকাটি করতে থাকে। আবার কেউ বা দৌড়াদৌড়ি করতে থাকে। তখন হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করেন। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। খবর পেয়ে তাড়াশ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ প্রসঙ্গে ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে যা ঘটেছে, তা ন্যক্কারজনক। 

তবে রানা মণ্ডল বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। এলাকার কতিপয় জুনিয়র ছেলে এমন ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইকবাল হাসান রুবেল বলেন, এ ঘটনায় যদি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডল এ ঘটনা ঘটিয়ে থাকেন, তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। যদি অভিযোগ আসে, তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence