দুই ঘন্টা পর মহাসড়কের অবরোধ তুললো ছাত্রলীগ

  © টিডিসি ফটো

দুই ঘন্টা পর বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অবরোধ তুলে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে, বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এই অবরোধের ফলে সড়কের দুইপাশে প্রায় চার কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এসময় অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, বিএনপির সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেয়ার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি নতুন করে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে। তাই দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নয়াপল্টনে পুলিশের উপর হামলার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। তবে এ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে নজর রেখেছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন বলেন, বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ মহাসড়ক অবরোধ করেছে। আমরা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছি, তারা অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী কিছুক্ষণের মধ্যে তারা অবরোধ কর্মসূচি শেষ করে।


সর্বশেষ সংবাদ