এবার গাড়ি আটকে দিলো ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত ৩ আওয়ামী লীগ নেতার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ১১:৫৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
কমিটির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে অবরোধ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীরা। এসময় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের গাড়িবহরও আটকে দিয়েছেন তারা। আজ রোববার (৪ ডিসেম্বর) রাত ১১টায় সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে রাত ১০টার দিকে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়কে নিউমার্কেটের ৩নং গেটের সামনে অবরোধ করে রাখেন তারা। পরে রাত ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ছাত্রদের সঙ্গে নেতাদের কোনো বিষয়ে সমস্যা হয়েছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।
ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী হুমায়ুনব বলেন, ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের আগে কমিটি ঘোষণা করা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু এখনো কমিটি ঘোষণা না করায় আমরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছি।