ছাত্রলীগের সম্মেলনের আগে নতুন কোনো কমিটি নয়

ছাত্রলীগ
ছাত্রলীগ  © সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনের দিন ধার্য করা হয়েছে ৩ ডিসেম্বর। কিন্তু দিন ঠিক হলেও বিভিন্ন ইউনিটের কমিটি দিচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কমিটি দিতে পারবে না। শনিবার (১২ নভেম্বর) সকালে ঢাকার ধানমণ্ডি এর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এক মাসে ৫টি সাইকেল চুরি

বাহাউদ্দিন নাছিম এসব কমিটিকে ‘কাগুজে’ কমিটি বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এটা আমাদের ও ছাত্রলীগের অভিভাবকের (শেখ হাসিনা) নির্দেশনা। সেটা আমরা যোগাযোগ করে দিয়েছি।

বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রে এই মুহূর্তে কমিটি দেওয়ার বিষয়ে কোনো উল্লেখ নেই। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বেশ কয়েকটি কমিটির অনুমোদন দেয়া হয়েছে সম্মেলনের তারিখ ঘোষণার পরও।

প্রসঙ্গত, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ১১ ও ১২ মে। কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত হয়েছিল দুই মাস পর অর্থাৎ ২০১৮ সালের ৩১ জুলাই।


সর্বশেষ সংবাদ