ইতালির নির্বাচনে লড়ছেন দুই বাংলাদেশি

নাজমুল আহমেদ নাহিদ ও উম্মে সালসাবিল তাসিনা
নাজমুল আহমেদ নাহিদ ও উম্মে সালসাবিল তাসিনা  © সংগৃহীত

ইতালির আনকোনা সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন দুই বাংলাদেশি। নির্বাচন সামনে রেখে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। প্রচারণায় একটি সুন্দর আনকোনা গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন প্রবাসী বাংলাদেশি প্রার্থীরা।

ওই দুই প্রার্থী হলেন- নাজমুল আহমেদ নাহিদ ও উম্মে সালসাবিল তাসিনা। জনমত জরিপে দুইজনের মধ্যে অন্তত একজন বিজয়ী হতে পারেন বলে আভাস পাওযা গেছে। এর মাধ্যমে তৈরি হতে পারে নতুন ইতিহাস। আগামী ১৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ফেনী সদর উপজেলার মোহাম্মদ দুলালের বড় মেয়ে উম্মা সালসাবিল জাহান তাসিনা। তিনি মাত্র ৮ মাস বয়সে মায়ের সঙ্গে বাবার কাছে পারি জমান ইতালির আনকোনা শহরে। সেখানেই বেড়ে ওঠা মেধাবী  শিক্ষার্থী তাসিনার। সামাজিক কর্মকাণ্ডের মাধম্যে আনকোনা শহরে ব্যাপক পরিচিতি লাভও করেন।

আরও পড়ুন: গুলিতে প্রাণ গেল যুবলীগ ও ছাত্রলীগের সাবেক ২ নেতার

সম্প্রতি অন্যতম কাউন্সিলর প্রার্থী নাজমুল আহমেদ নাহিদের নির্বাচনী প্রচারণায় যোগ ইতালীয় পার্লামেন্টের সদস্য জর্জ্ ফেদে। এ সময় বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন তিনি।

জর্জ ফেদে বলেন, বিদেশিদের মধ্যে আনকোনাতে বাংলাদেশিদের কাজ করার হার অনেক বেশি। এর মানে হল তাদের ইচ্ছা আছে কাজ করে তাদের পরিবারদেরকে ভালো রাখার পাশাপাশি ইতালির উন্নয়নে ভূমিকা রাখার।

আনকোনা শহরে প্রায় পাঁচ হাজার বাংলাদেশির বসবাস। এর মধ্যে বাংলাদেশি ভোটার সংখ্যা প্রায় দেড়শ’। নির্বাচনে প্রার্থীদের জয়ী করতে বাংলাদেশি, ইতালিয়ান, আফ্রিকান ও মরক্কোর ভোটারসহ বিভিন্ন দেশের প্রবাসীরা কাজ করছেন।


সর্বশেষ সংবাদ