আইপিএলের উদ্বোধনী দিনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া

ইডেন গার্ডেন্সের মাঠ কাভারে ঢেকে রাখা
ইডেন গার্ডেন্সের মাঠ কাভারে ঢেকে রাখা   © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর আজ (২২ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচে রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নতুন এই মৌসুম নিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত হলেও বেরসিক বৃষ্টি সেই আমেজে জল ঢালতে পারে। এদিন কলকাতাজুড়ে প্রতিকূল আবহাওয়া চোখ রাঙাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, আইপিএল শুরুর জন্য কলকাতার এই মুহূর্তের আবহাওয়া আদর্শ নয়। অনুশীলনেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। এতে নির্ধারিত সময়ের আগেই ক্রিকেটারদের প্রস্তুতি থামিয়ে মাঠ ছাড়তে হয়। আজও একই দশা হতে পারে।

কলকাতার আঞ্চলিক মেটেওরোলোজিক্যাল সেন্টারের পূর্বাভাস বলছে, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। এতে ইডেন গার্ডেন্সের মাঠ কাভারে ঢেকে রাখা হয়েছে। 

এদিকে ‘আকুওয়েদার’–এর তথ্যমতে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঝোড়ো বৃষ্টি হতে পারে।

আজ রাত ৮টায় কলকাতা-বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচ শুরু হবে। এর আগে, সকাল সাড়ে ৭টায় টস হবে। এ ম্যাচ দিয়ে দুই দলের অধিনায়কেরও নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। কলকাতাকে অজিঙ্কা রাহানে প্রথমবার এবং এবারই প্রথম বেঙ্গালুরু অধিনায়কের আর্মব্যান্ড পরবেন রজত পাতিদার।

মাঠের ক্রিকেট শুরুর আগে জমকালো সাংস্কৃতিক আয়োজনও থাকছে। যেখানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও করন আউজলার সঙ্গে বলিউড অভিনেত্রী দিশা পাটানি নৃত্য পরিবেশনে থাকবেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও কিছু বড় চমকের সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ সংবাদ