ফর্ম ফেরাতে জুনিয়রদের সঙ্গে খেলবেন কোহলি!

বিরাট কোহলি
বিরাট কোহলি  © ফাইল ছবি

এশিয়া কাপের আসর শুরু হওয়ার আগে দলের প্রায় সব সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে। তবে দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ব্যর্থ কোহলির ফর্ম ফেরাতে বিশ্রামের তালিকায় নাও থাকতে পারে বিরাট কোহলির নাম। ফর্ম ফেরাতে জুনিয়রদের সাথে জিম্বাবুয়ে সফরে পাঠানোর চিন্তা-ভাবনা করছেন নির্বাচকরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এশিয়া কাপের আগে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে জিম্বাবুয়ে সফরের ওয়ান ডে সিরিজে কোহলি মাঠে নামুক এমনটাই চাইছে বিসিসিআই ।

বিসিসিআই সংশ্লিষ্ট বোর্ড সূত্র হতে জানা যায়, জাতীয় নির্বাচকদের বৈঠকের আগে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে। তবে পরিকল্পনা হল এই যে, জিম্বাবুয়ে সফরের ওয়ান ডে সিরিজে, যে ফর্ম্যাটে কোহলি অত্যন্ত সফল, ফর্মে ফিরতে সেই মঞ্চটাকে ব্যবহার করুক বিরাট।

একসময়ে তিন ফরমেটেই বিশ্বের এক নম্বর খেলোয়াড় কোহলি কিছু দিন আগেও অপেক্ষাকৃত ছোট দলগুলোর বিপক্ষে বিশ্রামের থাকতেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না কোহলি। সাম্প্রতিক সময়ের বাজে ফর্মে এবার জিম্বাবুয়ে সফরে তাকে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: একাদশ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি।

আইপিএল শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বিশ্রামে ছিলেন কোহলি। পরে আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেললেও রানের দেখা পাননি। পরে জাতীয় নির্বাচকদের অনুরোধ করেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে মাঠে নামতে দেখা যাবে না তাকে।

উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরে দলের বেশ কিছু সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ায়  ওয়ান ডে সিরিজে দলের নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল কিংবা শিখর ধাওয়ানের কোনো একজন। এশিয়া কাপের আগে আগামী ১৮ থেকে ২২ আগস্টের মধ্যে এ সিরিজের তিনটি ম্যাচ খেলবে ভারতীয় দল।

সবকিছু চূড়ান্ত হয়ে কোহলি যদি জিম্বাবুয়ে সফর করে, তাহলে এটি হবে ৯ বছরের মধ্যে তার প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ।


সর্বশেষ সংবাদ