১৯২ রানে অলআউট বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৪ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৪ PM
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ওপেনার লিটন দাসের দৃঢ়তায় ১৯২ রান করতে সক্ষম হয়েছে টাইগাররা। জবাবে ব্যাট করছে আফগানিস্তান।
সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র লিটন দাস ছাড়া কেউ ভালো করতে পারেন নি। রান ক্ষরায় ভুগছেন তামিম ইকবালসহ সিনিয়র খেলোয়াড়রা।
সিরিজের তিন ম্যাচের কোনোটিতেই হাসেনি তামিম ইকবালের ম্যাচ। সব ম্যাচেই তিনি ফিরেছেন ফজলহক ফারুকির ভেতরে ঢুকে যাওয়া বলে। ২৫ বলে ১১ রান করার পর ফারুকির বিপক্ষে টানা তৃতীয়বারের মতো হেরে গেলেন তামিম ইকবাল।
সাকিব আল হাসান আজ ইঙ্গিত দিয়েছিলেন সিরিজে প্রথমবারের মতো বড় ইনিংস খেলার। তবে ৩৬ বলে ৩০ রান করে আজমাতুল্লাহ ওমারজাইয়ের বলে প্লেইড অন হয়ে ফিরে গেছেন দেশ সেরা এই অলরাউন্ডার। এরপর দ্রুত ফিরে গেছেন মুশফিকুর রহিম ও ইয়াসির রাব্বি। রশিদ খানে লেগব্রেকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাত্র ৭ রান করে আউট হন মুশফিক। আর ইয়াসির রাব্বিও পারেননি ব্যাট হাতে অভিষেক সিরিজটা স্মরণীয় করে রাখতে। রশিদ খানের দ্বিতীয় শিকার হয়ে ইয়াসির রাব্বি ফেরেন মাত্র ১ রানে।
আরও পড়ুন- সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে আইনি নোটিশ
তবে মিডল অর্ডারে সাকিব, মুশফিক ও ইয়াসির রাব্বি দ্রুত আউট হলেও লিটন দাসের নৈপুণ্যে দৃশ্যমান হয়নি এই ব্যর্থতা। এরপর ১১৩ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৬ রানের ইনিংস খেলে বাকি ব্যাটারদের ব্যর্থতা আড়াল করা লিটন হাতছাড়া করেন টানা দ্বিতীয় সেঞ্চুরির সুযোগ। এরপর মোহাম্মদ নবির দ্বিতীয় শিকারে পরিণত হয়ে আফিফ হোসেনও প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৫ রান করে। এরপর মিরাজ, তাসকিন, শরিফুল ও মোস্তাফিজ কোনো প্রতিরোধ গড়তে না পারলে একপ্রান্তে মাহমুদউল্লাহই রয়ে যান অপরাজিত। আর হোয়াইটওয়াশের স্বপ্নটাও যেন কিছুটা ফিকে হয়ে গেল টাইগারদের।