প্রিন্সের পদত্যাগ, নতুন ব্যাটিং কোচ হতে পারেন সিডন্স
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৪ PM , আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮ PM
বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে সিডন্স আবার বাংলাদেশে এসেছেন কয়েকদিন হলো। কিন্তু ঠিক হয়নি তার কাজের ক্ষেত্র। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশ দলের ব্যাটিং কোচ থেকে পদত্যাগ করার পরপরই প্রশ্ন উঠেছে, সাকিব-তামিম-মুশফিকের নতুন ব্যাটিং কোচ হচ্ছেন কে? তাহলে কি সিডন্সই হচ্চেন নতুন ব্যাটিং কোচ!
অ্যাশওয়েল প্রিন্স দায়িত্বে থাকা অবস্থায়ই জেমি সিডন্স পৌঁছে যান বাংলাদেশে। এরই মধ্যে বিসিবির সঙ্গে তার বৈঠক হয়েছে। ঢাকা-সিলেট ঘুরে বিপিএলের খেলা দেখছেন, ভেন্যু দেখছেন। বিপিএল শেষ হলেই তার নতুন দায়িত্ব শুরু হবে বলে জানা যায়।
কিন্তু অ্যাশওয়েল প্রিন্স যখন স্থায়ী ব্যাটিং কোচ, তখন সিডন্সের দায়িত্ব বা কর্মের পরিধি নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই।
আরও পড়ুন: জুতা হাতে নেপালি শিক্ষার্থীর দিকে তেড়ে গেলেন ছাত্রলীগ নেতা
হঠাৎ করেই বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগের পর প্রশ্ন উঠেছে, নতুন ব্যাটিং কোচ কে হচ্ছেন তাহলে? এক্ষেত্রে বিসিবি থেকে এখনও স্পষ্ট কিছু না জানানো হলেও জেমি সিডন্সই যে বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ হতে যাচ্ছেন, তা এক প্রকার নিশ্চিতই।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাত্রই আমরা প্রিন্সের সিদ্ধান্তটি জানলাম। আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করব।’ বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, সিডন্সই হতে যাচ্ছেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি দুই বছরের।
এদিকে দক্ষিণ আফ্রিকার পত্রিকা ইন্ডিপেন্ডেটের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারকে সময় দিতে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন প্রিন্স।