উয়েফা বর্ষসেরা পুরস্কার

সেরা তিনেও নেই মেসি, নেইমার ও রোনালদো

সেরা তিনেও নেই মেসি, নেইমার ও রোনালদো
সেরা তিনেও নেই মেসি, নেইমার ও রোনালদো  © সংগৃহিত

বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে উয়েফার বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা। ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থার করা এই তালিকায় স্থান পাননি পিএসজির নতুন তারকা লিওনেল মেসি, পিএসজির নেইমার ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। সেরা তিনে থাকা তালিকায় থাকা তিনজন হলেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, চেলসির এনগোলো কান্তে, ও জর্জিনহো। তুরস্কের ইস্তাম্বুলে আগামী ২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেটি জানা যাবে।

ইউরোতে ব্যর্থ হলেও ক্লাবের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন কান্তে। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মাতিয়েছেন তিনি। অন্যদিকে, ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে ও ইংলিশ ক্লাব চেলসিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন জর্জিনহো। অপরদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়েছেন ম্যানসিটির বেলজিয়ান তারকা ডি ব্রুইনা। এ বছর এরই মধ্যে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন তিনি। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনের সবাই মিডফিল্ডার!

ইউরোপের অন্যতম সেরা লিগ সিরি 'আ'তে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের এই তারকা ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। সংক্ষিপ্ত তালিকায় তার নাম না থাকাটা অবিশ্বাস্যই বটে। এছাড়া উয়েফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইতালির রবের্তো মানচিনি ও চেলসির টমাস টুখেল।

উয়েফা হলো 'ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন'। প্রতিবছর ইউরোপের সেরা খেলোয়াড় ও কোচকে পুরস্কৃত করে সংস্থাটি। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা জিতলেও ইউরোপে গত মৌসুমটা ভালো কাটেনি মেসির।


সর্বশেষ সংবাদ