ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে আসতেন কি না, জানালেন হামজা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। এর অর্থ ইংল্যান্ড জাতীয় দলের সিস্টেমেই ছিলেন তিনি। আর বয়সভিত্তিক দলে খেলার পর জাতীয় দলে খেলার স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক।
ডিফেন্সিভ এই মিডফিল্ডারের জন্য-ও হয়তো গল্পটা আলাদা ছিল না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলে কী করতেন হামজা? তখন কি বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নিতে পারতেন? এমন প্রশ্নে খুব কৌশলী উত্তর দিয়েছেন, ২৭ বছর বয়সী এই ফুটবলার।
হামজা বলেন, ‘আমি পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত (বাংলাদেশের হয়ে খেলার) নিয়েছি। ইংল্যান্ডের হয়ে কখনো ডাক পাইনি। ওই সুযোগ তাই আমার আসেনি। সুতরাং সিদ্ধান্তও নিতে হয়নি। তবে সুযোগ আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করতাম। বাংলাদেশে খেলতে পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা উৎসাহিত করেছে।’
এদিকে ৫ ফিট ১০ ইঞ্চি উচ্চতার এই ফুটবলারকে পেতে বেশ বেগ পেতে হয়েছে বাফুফে’র। শুরুতে একবার বাফুফের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তিনি। কয়েকবার আলোচনাও ভেস্তে গেছে। ফিফা এবং ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের অনুমতি পাওয়া নিয়েও জটিলতা তৈরি হয়। এ ছাড়া ক্লাবের থেকে অনুমতি পাওয়াও সহজ ছিল না।
শেষপর্যন্ত অনুমিত পাওয়া প্রসঙ্গে হামজা বলেন, ‘কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছিল। সর্বশেষ নতুন (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আওয়াল আলোচনা শুরু করেন। পরিকল্পনা জানান। কোচের সঙ্গ কথা হয়। আমার মনে হয়েছে, এই দলটা সাফল্য পেতে চাই। আমারও পরিবার নিয়ে এখানে আসতে খুব ভালো লাগে। কোচ ও প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর আত্মবিশ্বাস পাই।’