কেন্দ্রীয় চুক্তির দরজা বন্ধ হয়নি শামীমের, জানালেন সাবেক নির্বাচক
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর ডিপিএলেও দারুণ সময় কাটাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারী। প্রাইম ব্যাংকের হয়ে দলের জয়ে নিয়মিতই অবদান রাখছেন। সবমিলিয়ে গেল বছরের মাঝামাঝি থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন তিনি।
পথ পরিক্রমায় ফিনিশার রোলে আস্থার নাম হয়ে উঠছেন তিনি। তবে চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শামীমের কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা-সমালোচনার তৈরি হয়েছে। যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে শামীমের অন্তর্ভুক্তির দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। এরই মাঝে সাবেক এক নির্বাচক গণমাধ্যমে জানিয়েছেন, শামীম পাটোয়ারীর জন্য এখনো কেন্দ্রীয় চুক্তির দরজা বন্ধ হয়নি।
সেই সাবেক নির্বাচক জানান, সে ভালো করছে। তার সামনে এখনো সুযোগ রয়েছে। যেহেতু ৬ মাস পর একটা রিভিউ হয়। নিয়মিত ভালো করলে চুক্তিতে শামীমকে দেখা যেতে পারে।
গেল বছর লাল-সবুজের জার্সিতে তিনটি ম্যাচ খেলেছিলেন শামীম। বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটিতে ৩৫ এবং ২৭ রান করেছিলেন তিনি। এ ছাড়া চলতি বিপিএলে ১৫ ম্যাচে ২ ফিফটিসহ ৩৫২ রান করেছেন তিনি।