৪০৪ রান করা মুস্তাকিমের আইডল সাকিব, জানালেন ভবিষ্যৎ স্বপ্নের কথা

মুস্তাকিম হাওলাদার
মুস্তাকিম হাওলাদার  © ফাইল ফটো

স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে চারশ রান ছুঁয়েছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মুস্তাকিম হাওলাদার। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের দশম আসরে (২০২৪-২৫ মৌসুমে) ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪০৪ রানের মধ্যে ৫০টি চার আর ২২টি ছক্কা রয়েছে।

মুস্তাকিমের পৈত্রিক ভিটা বরিশালে। তবে বাবা-মার সঙ্গে ঢাকাতেই বেড়ে উঠেছেন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তিনি।
রেকর্ড গড়ার পর গণমাধ্যমে এই শিক্ষার্থী বলেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। নিজের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আমি ২০০ রান করার পর ভাবছিলাম রানটা কীভাবে আরো বাড়ানো যায়। নিজের ওপর বিশ্বাস ছিল (ইনিংস) বড় করা যাবে। বাকিটা আল্লাহ পূরণ করেছেন।’

এদিকে মূলত ওপেনার হলেও বল হাতে সামর্থ্য রয়েছে মুস্তাকিমের। স্বীকৃত ক্রিকেটে নতুন ইতিহাস গড়া এই ওপেনারের আদর্শ সাকিব আল হাসান, এ ছাড়া নিজেকে নিয়ে বড় স্বপ্নও বুনেছেন তিনি। 

তার ভাষ্যমতে, ‘আইডল বলতে সাকিব আল হাসান (ভাই)। আমি ওপেনিংয়ের পাশাপাশি লেগ স্পিন বল করি।’ সাকিবের সঙ্গে নিজের সাক্ষাৎ নিয়ে মুস্তাকিম জানালেন, ‘যখন বিকেএসপিতে ট্রায়াল দিতে গিয়েছিলাম, তখন সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। সাকিব (ভাই) মাঠে অনেক এফোর্ট দেয়, যা দেখতে খুব ভালো লাগে। আমি সেটা নেওয়ার চেষ্টা করি সব সময়।’

নিজের লক্ষ্য জানিয়ে মুস্তাকিম বলেন, ‘একটাই লক্ষ্য থাকবে, তা হচ্ছে জাতীয় দলের হয়ে খেলা। তবে এই মুহূর্তে লক্ষ্য অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা। লাল-সবুজের জার্সিতে খেলার ইচ্ছা ভবিষ্যতে।’

বাবা-মায়ের অবদান নিয়ে মুস্তাকিম বলেন, ‘আমার বাবা-মায়ের সমর্থন ছিল অনেক। তারাই সবচেয়ে বেশি পাশে থেকেছেন, মানে কোচ হিসেবে যা করার, সবকিছু তারাই করেছে। আজ এখানে এসেছি, তাদের কারণে। যখন লকডাউন ছিল, তখন আব্বুর সঙ্গে প্র্যাকটিস করতাম, ইনডোর ছিল সেখানে। এ ছাড়া ঢাকা রাইডার্সের হয়ে অনুশীলন করি।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence